Call

আপনি এভাবে ভাষণ দিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রাহিম, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি এবং আমার শ্রদ্ধেয় সকল শিক্ষক ও আমার সামনে উপবিষ্ট সকল শিক্ষার্থীদের কে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা । অত্যান্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিক মাত্র। কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া কখনো সম্ভব হবে না। দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়েছি এবং এই প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমাদেরকে বিভিন্ন বিষয় অত্যান্ত দক্ষতার সাথে পড়িয়েছেন এবং বিভিন্ন বিষয়ে সাহায্য করেছেন তা আমরা কখনোই ভুলবো না। এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাদেরকে আজ অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। আজ শিক্ষাজীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে শিক্ষাজীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। এছাড়া এখানে দীর্ঘ শিক্ষাজীবনে আপনাদের অনেক শাসন-বাড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে যা সাময়িক বিরক্তিকর মনে হলেও এখন এই শেষ মুহূর্তে বুঝতে পারছি এটা আমাদের জন্য কতটা দরকারি ছিলো। তাই আমাদের কোনো আচরণের যদি কোনো শিক্ষক/শিক্ষিকা কষ্ট পেয়ে থাকেন বা ছোট কিংবা বড় কোনো ভুল করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।সমস্ত ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং সেই সাথে ছোট ভাইদের বলবো তোমরা কখনো শিক্ষক/শিক্ষিকার সাথে খারাপ আচরন করবে না । পরিশেষে আমি এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক/শিক্ষিকাবৃন্দের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। - ধন্যবাদ সবাইকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বিদায় অনুষ্ঠানের ভাষণ বিসমিল্লাহিররহমানির রাহিম, মঞ্চেউপস্থিতপ্রধান অতিথি এবং আমার শ্রদ্ধেয় সকলশিক্ষক ওআমার সামনেউপবিষ্ট সকলশিক্ষার্থীদের কেআমার পক্ষ থেকেআন্তরিক সালাম এবংশুভেচ্ছাজানাই। অত্যান্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতেহচ্ছে আজ আমাদেরবিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনেকরি এটা একটাবিদায়ের আনুষ্ঠানিক মাত্র। কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়াহয়তো সম্ভব হবে না। দীর্ঘদিন ধরেআমরা এই প্রতিষ্ঠানে পড়েছি এবংএই প্রতিষ্ঠানেরপ্রতিটি শিক্ষক শিক্ষিকাবৃন্দআমাদেরকে বিভিন্ন বিষয় অত্যান্ত দক্ষতার সাথে পড়িয়েছেন তাআমরা কখনোই ভুলবো না। ইংরেজীতেবলা হয়… ”The teacher ismoreteach what they are than what they say” আরেকমনীষী বলেছেন… ”The mediocre teachertells, the goodteacher explains,the superior teacherdemonstrates,the great teacherinspires” আরআমাদের শিক্ষকরাসবসময় আমাদেরউৎসাহ দিয়েছেন।এজন্য আমরা আপনাদেরকাছে চিরকৃতজ্ঞ।কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেওআমাদেরকে আজ অত্র প্রতিষ্ঠান থেকেবিদায় নিতে হচ্ছে। আজশিক্ষাজীবনের একটিঅধ্যায় সমাপ্ত করে পরের আরেকটিঅধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদেরজন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে শিক্ষাজীবনে আরোউন্নতি করে দেশও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি।গ্রীক নাট্যকারসফোক্লিস বলেছেন… ”একটিদিনের আলোর কিযে অপরুপ মহিমাতা জানতে সুর্যাস্ত পর্যন্ত অপেক্ষা নাকরলে বোঝা যায় না।”ঠিক তেমনি এখানে দীর্ঘ শিক্ষাজীবনে আপনাদেরঅনেক শাসন-বাড়নের মধ্য দিয়েযেতে হয়েছে যা সাময়িক বিরক্তিকর মনে হলেওএখন এই শেষ মুহূর্তেবুঝতে পারছি এটাআমাদের জন্য কতটা দরকারিছিলো। তাই আমাদের কোনোআচরণেরযদি কোনোশিক্ষক/ শিক্ষিকাকষ্ট পেতে থাকেন বা ছোট কিংবা বড় কোনোভুল করে থাকি তাহলেআমাদেরকে ক্ষমা করবেন। সমস্তছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, বিদায়ীমুহূর্তে আরবেশি কিছু বলতে চাই না, এইপ্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানেরসকলশিক্ষক/ শিক্ষিকাবৃন্দের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ুকামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। – ধন্যবাদ সবাইকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ