Call

                                "অভিনন্দন পত্র "

 "উড়ে এসেছিলাম শিক্ষালয়ের জ্ঞান বাগিচায়,মোরা পথ ভোলা বুলবুল,উরে যাই আবার জীবন সংগ্রামে বেদনায় হৃদয় ভাঙ্গা আজ ব্যকুল "

 হে পরীক্ষার্থী বন্ধুরা!!!  রোদ্র করোজ্জল সকাল বেলায় প্রকৃতিতে যখন কৃষ্ন চূরায় রঙ ধরতে শুরু করেছে, রক্তলাল শিমুলের দল মেলে বারতে চাইছে দিক বিদিক, দক্ষিণা মলয়ের আগমন বার্তা ইথারে ভেসে আসতে শুরু করেছে, এমনি ক্ষনে তোমাদের বিদায়ী বাড়তায় আমাদের কচওকচি মন ছেয়ে গেল বিষাদের ঘটনায়। এ বিদায়ের দিনে তোমরা আমাদের বেদনার্ত শ্রদ্ধাঞ্জলি গ্রহন কর।


ধন্যবাদ।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ