শেয়ার করুন বন্ধুর সাথে
Call

খলিফা নবী(দ:) এর মৃত্যুর পরে গঠন করা হয়।তার যুগে তিনি নিজেই রাষ্ট্র পরিচালনা করতেন।খলিফা গঠনের পর খলিফারা নবীর বাণী ও কুরআন এর মাধ্যমে খেলাফত পরিচালনা করতেন।প্রথম খলিফা ছিলেন আবুবকর(রা:) তারপর ওমর(রা:).....................।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

খলিফা মানে স্থলাভিষিক্ত বা প্রতিনিধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন খলিফা ছিলেন। যাঁদেরকে খুলাফায়ে রাশিদীন তথা সত্যনিষ্ঠ প্রতিনিধি বলা হয়। তাঁরা হলেন, যথাক্রমে আবু বকর রা., উমর রা. উসমান রা. ও আলী রা.। তাঁরা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে রাষ্ট্র পরিচালনা করেন। তাঁদের পরে অনেকেই ইসলামিক সম্রাজ্য পরিচালনা করেন। তবে মুআবিয়া রা. ও উমর ইবনে আব্দুল আযীয রহ. ব্যতিরেকে অন্য কেউ ইসলামী বিধি অনুসারে রাষ্ট্র পরিচালনা করেন নি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ