আমি  আর্টিকেল লিখা রিসার্চ করি। 

লিখাটা প্রথমে অফিস ২০১০ এ টাইপ করি। সম্পুর্ণ আর্টিকেল লিখা শেষহলে,লিখাগুলু কপি করি। কপি করে আমার ব্লগে পেস্ট করি এবং পাবলিশ করি। পরে যখন মোবাইল দিয়ে ব্লগটা চেক করি তখন লিখাগুলা হিজিবিজি দেখাযায়।
১.কেনো হিজিবিজি দেখায়?
২.কিভাবে কি করলে এমনটি আর হবে না?

Share with your friends
Call

varinda ব্যবহার করুন।

Talk Doctor Online in Bissoy App
Call

Sutonny MJ হল ASCII Font. এটাকে Unicode এ রুপান্তরিত করে নিন। তাহলেই ওয়েবে সাপোর্ট করবে। Google এ ASCII font to unicode font লিখে সার্চ দিলেই কনভার্ট করার সাইট পাবেন।  আর ভবিষ্যতে CTRL+ALT+B এর পরিবর্তে CTRL+ALT+V চেপে বাংলা টাইপ করবেন। তাহলেই সরাসরি Unicode font পাবেন। আর এটা দিয়ে সরাসরি ওয়েবে টাইপ করা যাবে।  Sutonny MJ এই font এর সেরা Unicode Alternative হল Soliaman Lipi font. এটা দিয়ে টাইপ করলেই স্বাভাবিক লেখা পাবেন। http://www.markspcsolution.com/2012/03/rules-for-bengali-typing.html?m=0 এখানে ছোট্ট একটা Font Pack আছে। Soliaman Lipi ও পাবেন এখানে। অথবা গুগলে সার্চ দিলেই পাবেন। সমস্যা হলে জানাবেন। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App