চাকরির আবেদনপত্রের খামের উপর পদের নাম কিভাবে লিখতে হয়? যারা জানেন শুধু তারাই উত্তর দিবেন।
শেয়ার করুন বন্ধুর সাথে

চাকরির আবেদন খামের উপরে পদের নাম কিভাবে লিখতে হয় সেটা বিজ্ঞপ্তিতেই স্পষ্ট করে দেয়া থাকে । তবুও আপনার জানার সুবিদার্থে বলছি । আবেদন খামের উপরে মাঝ বরাবর, পদের নামঃ এখানে লিখবেন যে পদে আবেদন করবেন সেটা । উভয় লেখাই বল পযেন্ট কলম দিযে মোটা অক্ষরে লিখতে হবে যাতে করে স্পষ্ট দেখা ও পড়া যায় । যেমন দেখেন, পদের নাম: হিসাব রক্ষক । জেলা: জামাল পুর ( যদি চায় ) প্রেরক, প্রাপক, ক গ ক গ ক খ ক খ আশা করি বুঝতে পেরেছেন । ধন্যবাদ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ