না কিন্তু আপনি বাচ্চা নষ্ট কোরবেন কেন?

Talk Doctor Online in Bissoy App
Call

একবার বাচ্চা নষ্ট করালে যে পরবর্তীতে আর বাচ্চা নিতে পারবেন না অথবা বাচ্চা নিতে সমস্যা হবেই,এমনটা নয়।তবে একবার বাচ্চা নষ্ট করার ফলে পরবর্তিতে বাচ্চা নিতে সমস্যা হয়েই থাকে।তাছাড়া এই কাজটা ঠিক নয়।আর ৪০ দিনের বাচ্চা যে aboration করেই নষ্ট করতে হবে এমনটাও নয়।সঠিক তথ্যের জন্য একজন গাইনি ডাক্তারের সাথে আলোচনা করুন।

Talk Doctor Online in Bissoy App
Indro paul

Call

গর্ভমোচনের সময় কোন ভাবে ফ্যালোপাইন টিউবে সংক্রমণ হলে পরে টিউব ব্লক হয়ে গেলে ভবিষ্যতে সন্তান নাও হতে পারে। তাই গর্ভমোচন বা Abortion থেকে বিরত থাকুন। এই গর্ভমোচনের সময় গর্ভবতীর মৃত্যুর আশংকা থাকে। তাই একজন ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করুণ।

Talk Doctor Online in Bissoy App