আমার ফোনে OK google বললে আগে  voice search শুরু হয়ে যেতো (যে কেনো screen থেকে বললেই হত) ,কিন্তু  এখন আর হচ্ছে না,  এখন google apps এ ঢুকে তারপর microphone এ tap করলে হচ্ছে।। 

আগের মতো কিভাবে করবো সাহায্য করেন। 


আমার ফোন vivo y51l, Android version 5.0.2.।



Share with your friends

আপনি কি বোল্তে চান? বিশয়টা ক্লিয়ার কোরে বললে ভাল হত।

Talk Doctor Online in Bissoy App
Call

পুনরায় কনফিগার করে নিলেই হবে। আপনার Apps লিস্ট থেকে Google এপটি চালু করুন। এবার এটার Settings এ যান। সেখান থেকে Voice অপশনে যান। এবার সিলেক্ট করুন Ok Google Detection. 

From any screen অপশনটি একটিভ করে দিন। এবার যেকোন screen থেকে Ok Google বলে দেখুন। আশা করি কাজ হবে। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App