নখের আঁচড়ের মাধ্যমে কি হেপাটাইটিস বি ছড়ায়?? কি কি কারনে হেপাটাইটিস বি ছড়ায়
শেয়ার করুন বন্ধুর সাথে

রক্ত বীর্য বুকের দুধ হেপাটাইটিস বি এর ব্যবহৃত ক্ষুর বা ব্লেড ইত্যাদি এর মাধ্যেমে ছড়াতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হ্যাঁ নখের আঁচরের মাধ্যমেও হেপাটাইটিস রোগের ভাইরাস ছড়াতে পারে তবে এক্ষেত্রে সম্ভাবনা খুবই কম। বলতে গেলে নেই বললেই চলে। হেপাটাইটিস বি যেসব কারণে ছড়ায় তা হলোঃ হেপাটাইটিস বি রোগের ভাইরাসটি রক্ত কিংবা দেহনিঃসৃত তরলের মাধ্যমে বেশি ছড়ায়। যেমনঃ রক্ত, বীর্য, মায়েদের বুকের দুধ ইত্যাদি। রক্ত আদান-প্রদান, সহবাস বা যৌন মিলনের ফলে এ রোগটি বেশি ছড়ায়। আক্রান্ত রোগির খাবার খাওয়ার জিনিসপত্র, চামড়ার সংস্পর্শ ও চুম্বনের ফলেও এ রোগ ছড়াতে পারে। আক্রান্ত মা থেকে শিশুর মাঝে এ রোগের ভাইরাস ছড়াতে পারে। তাছাড়া পরিবারের এক সদস্যের হেপাটাইটিস বি থাকলে তার থেকে অন্য সদস্যদেরও এ রোগ ছড়াতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ