ভাই কুয়েত যেতে কত টাকা লাগে।।
শেয়ার করুন বন্ধুর সাথে
Manik Raj

Call

এটা সম্পূর্ণ নির্ভর করে ভিসার উপর।কোন ধরণের ভিসায় যাবেন,মালিকানা নাকি ফ্রি ভিসা সেটার উপর।ভিসা এবং কাজের উপর মানে আপনি যে সেখানে যাবেন কিন্তু গিয়ে কি কোন ধরণের কাজ করবেন। এগুলো হিসেব করেই খরচটা নির্ভর করবে।এবং আপনি যার দ্বারায় যাবেন তার উপরেও অনেকটা কম বেশি নির্ভর করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি যদি কোম্পানিতে যেতে চান তাঁহলে ৩লাখ -থেকে

৩ লাখ ৫০ এর মধ্যে যেতে পারবেন।

ফ্রি ভিসাতে গেলে ৪ লাখ থেকে ৪ লাখ ৫০ হাজারে

যেতে পারবেন।

যদি কুয়েতে নিজস্ব লোক থাকে তাঁহলে টাকার

পরিমান একটু কম লাগবে। শুধু ভিসার দাম ১০০০

দিনার মতো  আর আপনার বাংলাদেশে  থেকে

পাসপোর্ট, মেডিকেল,ট্রেনিং /ফিংগার, প্লেন টিকেটের

খরচ লাগে।এটা ফ্রি ভিসার কথা উল্লেখ করলাম

আর কোম্পানিতে গেলে কোম্পানি থেকে ভিসা ফ্রি পাওয়া

যায়।যদি কেউ থাকে এভাবে ভিসা তুলতে পারলে 

শুধু, পাসপোর্ট, মেডিকেল প্লেন টিকিট  নিজের খরচ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ