শেয়ার করুন বন্ধুর সাথে

ইসলামের দৃষ্টিতে মানুষ এবং অন্যান্য জীবজন্তুর ছবি তোলা ও সংরক্ষণ করা হারাম। ছবি অংকন সম্পর্কে হাদিসে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। তবে প্রয়োজনের প্রেক্ষিতে যেমন হজে যাওয়ার সময় পাসপোর্ট করতে, আইডি কার্ড করতে ইত্যাদি ক্ষেত্রে ছবি তোলার অবকাশ রয়েছে। আর প্রাণীজগৎ ছাড়া অন্য কোনো কিছুর ছবি যেমন বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য, ফুল ফল ইত্যাদির ছবি তোলা ও সংরক্ষণ করা জায়েজ আছে। . উল্লেখ্য, ডিজিটাল ক্যামেরায় ছবি তোলার ব্যাপারটা নিয়ে সারা বিশ্বের আলেমদের মধ্যে অনেক মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলেন, হাদিসে যে ছবি আঁকা নিষেধ করা হয়েছে, ডিজিটাল ক্যামেরার ছবি এটার অন্তর্ভুক্ত নয়। তবে তাঁরাও বলেন যে, ডিজিটাল ক্যামেরায় ছবি তোলা জায়েজ হলেও অনুত্তম এবং তাকওয়া পরিপন্থী। আর প্রয়োজন ছাড়া ছবি প্রিন্ট করা, সংরক্ষণ করা নাজায়েজ, হারাম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ