তাই মোবাইলে বেশীক্ষন চার্জ থাকেনা আমি কি কোনো বেশী পাওয়া সমৃদ্ধ ব্যাটারি কিনে আমার ফোনে লাগাতে পারবো?বা ব্যাটারি Mah বাড়ানোর কি কোনো উপায় আছে?
Share with your friends

না। MAh বাড়ানোর কোনো উপায় নায়।

আর বেশি MAh এর ব্যাটারি আপনার ফোনের সাইজে হবে না। 

অন্য কোনো ব্যাটারি লাগাতে পারবেন না

Talk Doctor Online in Bissoy App
Call

আপনার ফোনে যেটা লাগানো আছে সেটার বাড়াতে পারবেন না।বাজারে খুজলেই বেশি MaH এর ব্যাটারি পাবেন আর যদি না পান বা পেয়ে তাতেও কম মনে হয় তাহলে আপনি অর্ডার দিয়ে আপনার ফোনের ব্যাটারি বানিয়ে নিতে পারবেনন। এতে কোনো সমস্যাই হবে না।

Talk Doctor Online in Bissoy App
Manik Raj

Call

যখন মোবাইল তৈরি করা হয় তখন মোবাইল এর

সমর্থনুযায়ী সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ রেখেই ব্যাটারিও তৈরি করা হয়।

যেটাতে ব্যাটারি ২০০০ mah দিয়ে তৈরি করা সেটাতে এটা

না দিয়েও আরো বড় ধরণের পারত কিন্তু সেই মোবাইল এর সাথেই সাদৃশ্যপূর্ণ রেখেই তৈরি করেছে।

এখন এটাতে ৪০০০ mah দিলে যে ব্যাটারি চার্জ বেশিদিন যাবে সেটা কিন্তু না,২০০০ এটার ৪০০০ এটা লাগালে সেটা মোবাইল এর জন্য উল্টো ক্ষতিই হবে। বুঝানোর জন্য)

তাই যদি মোবাইলে অকার্যকর অ্যাপস থাকে তাহলে ডিলিট করুন,চার্জে লাগিয়ে মোবাইল ব্যাবহার করা থেকে বিরত থাকুন।

মোবাইল এর অরিজিনাল চার্জার দিয়ে চার্জ করুন।

ভালো উপকারে আসবে দেখবেন পূর্বের তুলনায় কম যাবে।

Talk Doctor Online in Bissoy App