Boxhost থেকে ফ্রি হোস্টিং নিয়ে সাইট তৈরি করতে পারেন তবে গুগল অ্যাডসেন্স পেতে অবশ্যই পেইড ডোমেইন ব্যবহার করুন । ফ্রী হোস্টিং এ কিছু সমস্যা হতে পারে । যেমন ঃ স্লো সাইট লোডিঙ, ব্ল্যাকলিসটেড আইপি, বিরক্তিকর অ্যাড । এসব কারণে আপনার সাইট গুগলে রাঙ্ক করবে না, ফলে আপনি আপনার প্রতিযোগী সাইটগুলো থেকে পিছিয়ে যাবেন এবং ভিসিটর কম পাবেন । ব্ল্যাকলিসটেড আইপির কারণে অ্যাডসেন্স পেতে সমস্যা হতে পারে ।এছাড়া ফ্রী হোস্টিং হতে আপনার সাইট যেকোনো সময় সাসপেন্ড হতে পারে । যদি অ্যাডসেন্স হতে অর্থ উপার্জন করতে চান তবে অবশ্যই পেইড হোস্টিং ব্যবহার করুন এবং ভালো কনটেন্ট লিখুন কেননা কনটেন্টকে কিং বলা হয়ে থাকে ।

Talk Doctor Online in Bissoy App