Call

আপনি অতীত নিয়ে হাজার বার ভাবলেও অতীত তো আপনি বদলাতে পারবেন না* কিন্তু ভবিষৎ তো সামনে এটা তো আপনি বদলাতে পারেন যদি আপনি চেষ্টা করেন* এটা ভাবতে শিখুন তাইলে আপনি পারবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

অতীত কখনো মুছে যায় না। অতীতের প্রভাব বর্তমান ও ভবিষ্যতের ওপর এসে পড়ে। তবে তা গোপনে। দূরদৃষ্টি দিয়ে দেখলে কেবল তা বোঝা যায়। অতীতের অবসান ঘটলেও মানব চোখে তা প্রকৃত সত্য নয়। বর্তমান ও ভবিষ্যতের ওপর এর প্রভাব বিশেষ গুরুত্বপূর্ণ। অতীতের ওপর নির্ভর করেই গড়ে ওঠে বর্তমান ও ভবিষ্যতের সৌধ মালা। মানুষ ভাগ্যের অধীন। তার অতীত জীবনের কর্মফলের ওপর নির্ভর করে বর্তমান ও ভবিষ্যতের সাফল্য। তাই অতীতের প্রভাব অস্বীকার করার উপায় নেই।মানুষ যখন নিজ নিজ অস্তিত্ব হারাতে বসে.তখন পথ নির্দশনা স্বরূপ আঁকড়িয়ে ধরে আপন অতীত ইতিহাসকে।অতীত সমাগত বর্তমানে উত্তরণের সিঁড়ি এবং অনাগত ভবিষ্যতের পথ পরিক্রমার সেতুবন্ধন। কাজেই জীবনকে উন্নতির পথে চালনা করার জন্য অতীতের প্রভাবকে অগ্রাহ্য করার উপায় নেই। অতীতের শিক্ষা থেকেই ভবিষ্যতের দিকে এগুতে হবে। অতীতের কর্মই ভবিষ্যতের পাথেয়। এ কথাটি মনে রাখতে হবে। অতএব, আজ যা বর্তমান কাল তা অতীত। অতীতের ওপরই দাঁড়িয়ে আছে বর্তমানের জীবন সভ্যতা ও সংস্কৃতি। আগামী দিনের জন্যও অতীত অনন্ত প্রেরণার উৎস। তাই অতীতকে ছোট করে দেখার বা অস্বীকার করার কোনো অবকাশ নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মনে রাখবেন, অতীত তো চলেই গেছে।এবং প্রকৃত পক্ষে বর্তমানের কোনো অস্তিত্বই নেই।শুধু বাকি আছে ভবিষ্যত ।এটাই তো সামনে আসবে।ভবিষ্যতে কী করলে ভালো হবে তা শিখতে হয় অতীত এর ভুল থেকে।আর অতীত এর তো আর ভুল ঠিক করা যায় না।ভবিষ্যত হলো মানব জীবনের কিনারা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সব সময় ভাববেন অতিত কখনওই ফিরে পাওয়া সম্ভব নয়।যে সময় চলে যায়, সেটা আর ফিরে আসবে না।অতিত এর দুঃখ-কষ্ট সব ভুলে ভবিষ্যৎ এর কথা মনে করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ