Unknown

Call

কোনো ফ্রি হোস্টিংই কেনা হোস্টিং এর সমতুল্য নয়। 

ফ্রি হোস্টিং এর কন্ট্রোল প্যানেলে আপনার একচ্ছত্র অধিকার থাকেনা, ব্যান্ডউইথ কম, ডাটাবেজ ইন্ট্রিগেশন সুবিধা নেই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহারেও রয়েছে সীমাবদ্ধতা। ফ্রি হোস্টিং প্রোভাইডার ইচ্ছেমত আপনার উপর শর্তারোপ বা সীমাবদ্ধতা জারী করতে পারে, তাছাড়া বেশিরভাগ ফ্রি হোস্টিং আপনার সাইটে অনুমতি ছাড়াই বিজ্ঞাপন প্রদর্শন করায়। সব মিলিয়ে ফ্রি আর পেইড হোস্টিং-এ আকাশপাতাল পার্থক্য।

Talk Doctor Online in Bissoy App
MD-IBRAHIM

Call

পেইড আর ফ্রি এর মধ্যে অবশ্যই তফাত থাকবে। আপনি যদি ফ্রি হোস্টিং ব্যবহার করেন উক্ত সাইট থেকে তাহলে তাদের সম্পূর্ণ সাপোর্ট পাবেন না এবং তাদের উক্ত সাইটের পলেসি না মানলে আপনার একাউন্ট হারানোর সম্ভবনা থাকবে। যদি প্রোফেসনাল ভাবে কোনো ওয়েবসাইট চালনা করতে চান তাহলে পেইড হোস্টিং নেওয়াটাই ভালো হবে।

Talk Doctor Online in Bissoy App