নিজের নামে একটি বাংলা ব্লগ খুলতে কি করা দরকার। জানলে প্লিজ কেউ বলেন।
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি ব্লগারের মাধ্যমে নিজের নামে একটি সুন্দর বাংলা ব্লগ তৈরি করতে পারেন।এজন্য আপনার একটি জিমেইল একাউন্ট দরকার।আপনি প্রথমে নিচের লিংকে যাবেন। https://www.blogger.com/about/?r=1-null_user তারপর আপনার জিমেইল একাউন্ট দিয়ে লগ ইন করবেন।তারপর create new blog এ ক্লিক করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করবেন।তাহলেই আপনার ব্লগটি তৈরি হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আশরাফ অর্থ ভদ্র ছেলে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি android মোবাইল দিয়ে WordPress সাইট বানাতে / খুলতে  পারবেন খুব সহজে। 

কিভাবে WordPress Website বানাবেন বিস্তারিত নিচের লিংকে পাবেন

http://www.techtunes.com.bd/wordpress/tune-id/415781

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ওয়েবসাইট খুলতে টাকা লাগে যেমন:অাপনার সাইটের জন্য হোস্টিং কিনতে হবে,নতুবা কেউ অাপনার সাইটে প্রবেশ করতে পারবেনা।ডোমেইন কিনতে টাকা লাগবে।যেমন:অাপনার সাইটের নাম মনে করুন "takikulislam". এই নামকে যদি সুন্দর করে সাজাতে চান তাহলে এভাবে দিতে হবে,উদাহরনস্বরুপ::takikulislam24.com...এই যে নামের শেষে. com লাগালেন এটি লাগাতে টাকা লাগবে।যদি. com না লাগিয়ে. TK
.ML এসব লাগাতে চান তাহলে কোন টাকা লাগবেনা।freenom.com থেকে ফ্রিতে ডোমেইন কিনতে পারবেন।তবে. com ডোমেইনটি ফ্রিতে নিতে পারবেননা।অাশা করি বুঝতে পেরেছেন।
ধন্যবাদ।
বিস্ময়ের সাথেই থাকুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ