ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাঁও অ-আকিদু কাইদা , ফামাহহিলিল কা-ফিরিনা আমহিলহুম রুয়াইদা। এর বাংলা অর্থ জানতে চাই আর কোরান হাদিসে এই আয়াত কি আছে ?


Share with your friends

এই আয়াতের অর্থ হল। (15)নিশ্চই তারা (কাফেররা) চক্রান্ত তৈরী করে। (16)আর আমিও (আল্লাহ) চক্রান্ত তৈরি করি (অর্থাৎ তাদের চক্রান্তের উপযুক্ত জবাব দেই)। (17)কাজেই হে নবী! আপনি কাফেরদের অবকাশ দিন।(18) (ভালভাবে অল্পকিছু দিন) অবকাশ প্রদান করুন। এটা পবিত্র কোরআনের সুরা তারিকের আয়াত 15 থেকে 18।

Talk Doctor Online in Bissoy App
Call



إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا (15

 

তারা ভীষণ চক্রান্ত করে,

 


 

وَأَكِيدُ كَيْدًا (16

 

আর আমিও কৌশল করি।

 


فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا (17

 

অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।


(সূরা তারিকঃ আয়াত 15-17)

Talk Doctor Online in Bissoy App