আইন কলেজে থেকে এলএলবি করতে পারেন। তবে এটাতে লেগ থাকতে হবে। এ্যডভোকেট হবার জন্য বার কাউন্সিল পরীক্ষায় টিকতে হলে ধৈর্য এবং সময় দিতে হবে। অধ্যয়ন অবস্থায় ও আদলতে অভিজ্ঞ উকিলের অধিনে থেকে টাকা ইনকাম করা যায়। এলএলবির ক্ষেত্রে এ্যভোকেট পরীক্ষার জন্য ৪০ বছর বয়স পর্যন্ত বয়স থাকে। তাই এটা ভালো লাইফ হতে পারে। অন্যদিকে পাস কোর্স করে মাস্টার্স করলে বয়স অল্প থাকে ৩০ সের কৌটায় পৌঁছলে আর সরকারি পরীক্ষা দেওয়া যায় না।  তবে এলএলবি পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটি তেও 

ইভেনিং এমবিএ করতে পারেন।এতে বয়স বাঁচবে।যদি বেশি বেশি ডিগ্রী নেওয়ার ইচ্ছা থাকে তাহলে পাশাপাশি এনইউ থেকেও ডিগ্রী নিতে পারেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ