যেটা দামি সেটা অবশ্যয় বেশী দিন টিকবে!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ভাই এটা আপনার ব্যবহারের উপর নির্ভর করবে কত দিন আপনি ভাল রাখতে পারবেন। 
যেটার দাম যেহেতু বেশি সেহেতু এর র‌্যাম ও রম বেশি থাকবে এর অন্যান্য এ্যাক্সসোরিজ ও ভাল থাকবে তাই এর টেকশই ও ভাল হবে। এমনও আছে আপনি বেশি দাম দিয়ে মোবাইল কিনলেন কিন্তু বেশিদিন ব্যবহার করতে পারলেন না আবার কম দাম দিয়ে কিনে অনেকদিন ব্যবহার করতে পারলেন। মোবাইল কেনার আছে এর র‌্যাম ও রম যেটায় বেশি আছে সেগুলো কেনার চেষ্টা করবেন ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

দামের পাশাপাশি ব্র‍্যান্ড এবং ওয়ারেন্টির একটা বিষয় আছে। দামের কারণে স্পেসিফিকেশনে আপনি বহু পার্থক্য পাবেন। যেমন ক্যামেরা, র‍্যাম, স্টোরেজ। 

তবে দাম কমটা খারাপ ব্র‍্যান্ডেরও হতে পারে। আবার দাম বেশিটাও ব্র‍্যান্ডের কারণে ভালো হতে পারে। একটা উদাহরণ দেই শাওমি ব্র‍্যান্ডের দাম কম এবং ভালো। স্যামসাংও ভালো তবে দাম বেশি। তখন দামের দিক দিয়ে আপনি নিশ্চয়ই শাওমিই নিবেন। কিন্তু ব্র‍্যান্ডের দিক দিয়ে কিন্তু স্যামসাংই ওপরে। 

এভাবে সবকিছু বিবেচনা করে তারপরই ফোন কিনুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ