Call

চার রাকাত নামাযে (ফরজ ব্যতিত) নূন্যতম চারটি সূরা তো লাগবেই। তাই সর্বনিম্ন পাঁচটি সূরা (সূরা ফাতিহা সহ) জানা আবশ্যক। আর সূরা পড়ার ক্ষেত্রে কুরআন শরীফে লিপিবদ্ধ হিসাবে ধারাবাহিকতা বজায় রেখে পড়তে হবে (যেমন শুরুতে শেষের দশটি সূরার ধারাবাহিকতা 1. সূরা ফিল, 2. সূরা কুরাইশ, 3. সূরা মাঊন, 4. সূরা কাওসার, 5. সূরা কাফিরূন, 6. সূরা নাসর, 7. সূরা ইখলাস, 8. সূরা লাহাব, 9. সূরা ফালাক ও 10. সূরা নাস।) ধরুন, এগুলো থেকে আপনি 4, 6, 7, ও 10 নং পারেন। সেক্ষেত্রে আপনাকে 4>6>7>10 ধারাবাহিকতা রেখে পড়তে হবে। উল্টা পড়লে নামায তো হয়ে যাবে কিন্তু এভাবে পড়া গুনাহের কাজ। 

 প্রথম রাকাতে বড় সূরা অতপর ছোট সূরা পড়া (মুস্তাহাব)। নামায বিষয়ে আরো জানতে দেখতে পারেন এখানে নামাযের পদ্ধতি 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ