প্লিস জানান
Share with your friends

প্রধান পার্থক্য হল- দুইটা দুই অপারেটিং সিস্টেম চালিত। একটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। অন্যটা আইওএস অপারেটিং সিস্টেম। এছাড়া আইফোন নির্দিষ্ট একটি কোম্পানি (অ্যাপল) তৈরি করে থাকে। কিন্তু অ্যান্ড্রয়েড যে কোনো কোম্পানি তৈরি করতে পারে। আইফোনের ফাংশানের তুলনায় অ্যান্ড্রয়েডের ফাংশান সহজ ও সুন্দর। তবে উভয়টিই স্মার্টফোন।

Talk Doctor Online in Bissoy App
Call

Iphone হচ্ছে Apple নির্মিত সেলফোন ব্রান্ড। এটা ব্যবহারের দিক থেকে তুলনা মূলক কিছুটা বৈচিত্র্যময় ও উচ্ছমানের যন্ত্রাংশ ও দাম তুলনা মূলক বেশি ও আমাদের দেশের জন্য এটার ব্যবহার অনেক ব্যয়বহুল।

আর Android হল Google এর তৈরি একটি সেলফোন অপারেটিং সিস্টেম । যা ব্যবহারের দিক থেকে তুলনা মূলক সহজ। Android নিয়ন্ত্রিত সেলফোন গুলো সহজলভ্য।  Android  চালিত সেলফোন গুলো সাধারনত  নিম্ন থেকে উচ্ছ দামে পাওয়া যায়।

Talk Doctor Online in Bissoy App