শেয়ার করুন বন্ধুর সাথে

সব দিক বিবেচনা করে আপনি একটি বানানকে সঠিক সাব্যস্ত করতে পারবেন না। যে কোনো এক দিককে প্রাধান্য দিতে হবে। বাংলা একাডেমি, জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড ইত্যাদি প্রতিষ্ঠানের বানানরীতি অনুযায়ী শব্দটি হবে 'ইদ'। আপনি যদি প্রমিত বাংলাকে প্রাধান্য দেন, তাহলে ইদ শব্দটিই সঠিক। কিন্তু অন্য দিক বিবেচনায় 'ঈদ' বানানটিই সঠিক। কেননা, ঈদ শব্দটি আরবি। আর আরবিতে عيد শব্দের মাঝে 'ইয়া' বর্ণটি রয়েছে। তাই মূল শব্দ ঠিক রাখতে হলে অবশ্যই ঈদ বানানটিই অধিক সঠিক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ