আচ্ছা আমরা যে গণিতে 3টি ধাপ দেখি ,

পাটিগণিত,বীজগণিত,জ্যামিতি ....

পাটিগণিত তো ব্যবসায়িক হিসাব নিকেশে ব্যাবহার হয় ...জ্যামিতি তো জমির ম্যাপ করার জন্য ব্যাবহার হয় ...কিন্তু বীজগণিত কি কাজে লাগে ....খুব জানার প্রয়োজন  । 


শেয়ার করুন বন্ধুর সাথে

গণিতে মাথা ব্রেনের ভালো ব্যায়াম হয়। যে গণিতে ভালো, স্বাভাবিক ভাবে তাকে অন্য সাবজেক্টেও ভালো হতে দেখা যায়। যাই হোক আসুন দেখা যাক গণিতের একটি বিচিত্র সংখ্যা গঠন। এ ধারাটা বাংলাদেশের বজলুল করিম আবিস্কৃত…. উনি উনার ২-৩ টা বইয়ে সেটা উল্লেখ করেছেন। তেমনি একটি বইয়ের নাম হল – গণিতের রহস্যপুরী । উনার আবিস্কৃত আর একটা সহজ ধারা হল ১+২=৩ ৪+৫+৬=৭+৮ ৯+১০+১১+১২= ১৩+১৪+১৫ এবার আরো একটু বড় পিরামিড দেখাব। এটিও প্রায় আগেরটির মতই তবে আকারে বড়- ০+১+২+=৩ ৪+৫+৬+৭+৮=৯+১০+১১ ১২+১৩+১৪+১৫+১৬+১৭+১৮=১৯+২০+২১+ ২২+২৩ ২৪+২৫+২৬+২৭+২৮+ ২৯+৩০+৩১+৩২=৩৩+৩৪+৩৫+৩৬+৩৭+৩৮+ ৩৯ এরকম অনন্তকাল ধরে চলতে থাকলেও প্রতিটি সারির বামপক্ষ এবং ডানপক্ষের যোগফল সমান হবে। যে সুত্র দিয়ে এই পিরামিডটি তৈরী: মনে করুন সংখ্যা পিরামিডটির ৬নং সারি লিখতে চাচ্ছেন। তাহলে সারিটি শুরু হবে 2n(n-1) দিয়ে এবং n=6 (n হল সারির নং) সারিটির বাম দিকে থাকবে (2n+1) সংখ্যক সংখ্যার যোগফল এবং ডান দিকে থাকবে (2n-1) সংখ্যক সংখ্যার যোগফল। ৬নং সারি লিখলে 2.6(6-1)=60 দিয়ে শুরু হবে এবং বামদিকে 2n+1 বা 2.6+1=13 টি ও ডানদিকে 2.6-1=11টি সংখ্যা যোগ আকারে লিখতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, সূত্রের মাধ্যমে ৬নং সারিটি এমন হবে ৬০+৬১+৬২+৬৩+৬৪+৬৫+৬৬+৬৭+৬৮+৬৯+ ৭০+৭১+৭২=৭৩+৭৪+৭৫+৭৬+৭৭+৭৮+৭৯+ ৮০+৮১+৮২+৮৩ (যোগ করলে দেখা যাবে ডান ও বাম পাশের যোগফল সমান)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ