আমার একটা YouTube Hosted Adsense একাউন্ট ছিলো।সেটাকে Non Hosted করার জন্য আমি আমার একটা ব্লগ দিয়ে সাবমিট করি।(http://trickboosterz.blogspot.com).প্রায় ৫/৬ বার রিজেক্টেড হয়।এরপর আবার সাবমিট করলাম।এবং গত ২৫ জুন ২০১৭ তারিখ একটা ইমেইল আসে।

সেখানে লেখা থাকে যে Adsense Site Approved.কিন্তু আমি আমার ব্লগে কোনো এড দেখতে পাই না।এড কোড ও ভালোভাবে বসাই।কি করতে পারি এখন?


Share with your friends
meshkat23

Call
প্রথমতো কোণ adult video থাকলে ডিলেট দেন।
বাংলা লেখা থাকলে মুছে ফেলেন।
country change করেন।
তারপরে youtube এর কাছে ad show porblem বলে feedback করেন।
অবথা এই ভিডিও টা দেখেন

Talk Doctor Online in Bissoy App