আমি আমার ব্লগের জন্য ফ্রি ডোমেইন নিতে চাচ্ছি।  এখন প্রশ্ন হল ফ্রি ডোমেইন এ কি Adsense পাওযা যাবে?


Share with your friends
Indro paul

Call

Blogspot ব্যতীত অন্য কোনো ফ্রি ডোমেইন দিয়ে অ্যাডসেন্স পাওয়া যাবে না। অ্যাডসেন্স পাওয়ার জন্য টপলেভেল ডোমেইনের প্রয়োজন। .com .net .org ইত্যাদি এগুলোকে টপলেভেল ডোমেইন বলে।

Talk Doctor Online in Bissoy App
Call

Free Domain বলতে ঠিক কি বুঝিয়েছেন সেটা জানতে পারলে ভাল হত। যদি আপনি WordPress, blogspot এ জাতীয় Content Management System (CMS) কে বুঝিয়ে থাকেন তাহলে আমার উত্তর হল হ্যা। অবশ্যই পাওয়া যাবে।  টাকা দিয়ে Custom Domain কিনতেই হবে এমন কোন কথা Adsense এর গাইডলাইনে নেই। Adsense চায় মানসম্পন্ন লেখা। যা কিনা মানুষের দৃষ্টি আকর্ষণ করে আর সেটা হতে হবে অদ্বিতীয়। অর্থাৎ কপি করা যাবে না। আর কোন সাইট যদি আপনাকে ফ্রি তে Custom Domain দেবার জন্য বিশেষ কোন extension ব্যাবহার করতে বলে Suppose .tt সেক্ষেত্রে একটা negative ব্যাপার হলেও হতে পারে। তাই সেটা না করাই ভাল।  তবে আপনার যদি সামর্থ্য থাকে তাহলে .com .net টাইপের টপ লেভেল domain কিনে নিন। এতে একটা সুবিধা পাবেন সেটা হল Ranking করার সময় Google আপনার সাইটকে কিছুটা সুবিধা দিলেও দিতে পারে এই যুক্তিতে যে আপনি Seriously এই কাজে নেমেছেন। তাই টাকা দিয়ে Domain কিনেছেন।  তবে সবার উপরে যে ব্যাপারটা থাকবে সেটা হল আপনার সাইটের quality. ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App