Call

যদি আপনার কোনো পড়া বা লেখা বুঝতে বা পড়তে অসুবিধা হয় তাহলে আপনি কোচিং করতে পারেন তবে কোচিং না করাটাই উচিৎ বলে আমি মে করি।কোচিং না করেও ভালো ফলাফল করা সম্ভব। এজন্য আপনাকে সৃজনশীল ও অধ্যবসায়ী হতে হবে, মনোযোগ দিয়ে বুঝে লেখাপড়া করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বেশি অনুশীলনের বিকল্প কিছু নেই|যত বেশি অধ্যয়ন করবেন,তত বেশি পড়া রপ্ত করতে পারবেন|কোচিং না করেও ভালো রেজাল্ট করা যায়|সকল বিষয়কে সমানভাবে অধ্যয়ন করতে হবে|প্রতিদিন নিয়মিত ক্লাশে উপস্থিত থাকতে হবে|আর শিক্ষকের নির্দেশনা মেনে চলতে হবে|প্রতিদিন রুটিন মাফিক পড়াশোনা করতে হবে|পড়ার সময় গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো বেশি পড়তে হবে|সাথে সাথে স্কেল দিয়ে আন্ডারলাইন করে নিবেন|আর কোচিং বিষয়টি অতিরিক্ত ক্লাস|যদি সকল বিষয় ভালোভাবে অনুশীলন করা থাকে,তবে কোচিং করে লাভ আছে|কোচিং করলে নতুন কিছু শিখা ও প্রতিযোগিতামূলক পড়ালেখা হয়ে থাকে|তাই নিজের সুবিধা বিবেচনা করে সিদ্ধান্ত নিন|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ