শেয়ার করুন বন্ধুর সাথে

ফকীহগণ উঁচু স্থানে বসে ওযু করাকে মুস্তাহাব বা উত্তম বলে অভিহিত করেছেন। বিভিন্ন হাদীসেও বসে ওযু করার সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায়। তাই বসে ওযু করাই উত্তম। তবে দাঁড়িয়ে ওযু করলেও কোনো সমস্যা নেই। আলমাউসূআতুল ফিকহিয়্যাহ আলকুওয়াইতিয়্যাহ ৪৩/৩৭০, সহীহ বুখারী, হাদীস ৬৪৩৩ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ