আমি ৪০ দিনের চিল্লার নিয়তে,তাকবীরে উলার সাথে, প্রতিদিন নামাজ পড়ি কিনতু ১ দিন তাকবির উলা পাওয়ার পরও প্রথম রাকাতে মোবাইল বেজে উঠার কারনে, রিং বন্ধ  করার জন্য কাতার ছেড়ে দেই, এবং মোবাইল রিং বন্ধ  করার পর ঐ রাকাতেই ১ম রাকাত শেষ করি। এ অবস্থায় কি আমার তাকবীর উলা ছুটে গেছে কি?


শেয়ার করুন বন্ধুর সাথে

হ্যাঁ, ছুটে গেছে।

তাকবিরে উলার পর নামাজ ভেঙে ফেললে

তাকবিরের ফজিলতও শেষ হয়ে যায়।

এক্ষেত্রে আবার নতুন করে শুরু করুন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ