Call

এটা প্রায় অধিকাংশ বাচ্চাদের ক্ষেত্রেই হয়ে থাকে। 

এর কারন বাচ্চারা বড়দের তুলনায় ঘনঘন

 মলত্যাগ করে। আর সুন্দর বাচ্চাদের ক্ষেত্রে

 এটা আরো বেশি স্পষ্ট দেখা যায়।

 এতে ভয়ের কারন নেই। আর সবসময় বাচ্চা 

মলত্যাগের পর শুকনো টিস্যু দিয়ে 

আলতোভাবে মলদ্বার মুছবেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

শিশু যখন মলত্যাগ করে তখন শুকনা টিস্যু বা কিছু দিয়ে মুছলে শিশুর নরম ত্বকে ছিলে যাওয়া ইনফ্যাকশন বা লাল হতে পারে এজন্য বাজারে শিশুদের জন্য ওয়েট টিস্যু মানে ভিজা টিস্যু পাওয়া যায় যা জীবাণু  ও দুর করে এতে স্যাভলোন ও থাকে এই টিস্যু  ব্যবহারে শিশু মলত্যাগের পর ও কোন ধরনের সংক্রমন বা পায়ুপথের রোগে আক্রান্ত হয় না,,আর সবচেয়ে ভাল হবে আপনার শিশুর ঐ বিষয় টা নিয়ে কোন শিশু বিশেষজ্ঞর নিকট যাওয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ