রিলিজ স্লিপে ৫টি কলেজে আবেদন করা যায়। সেই কলেজগুলোর মধ্যে যদি আপনার সিলেক্ট করা সবজেক্ট এর সিট খালি থাকে তাহলে আপনি সাবজেক্টটি পাবেন। রিলিজ স্লিপের উপর ভরসা করা উচিত নয়। আমার গত বছর রিলিজ স্লিপে ও আসেনি। ফলে এক বছর নষ্ট হয়েছে। অতএব এমন একটি কলেজে আবেদন করুন যেখানে আপনার পছন্দের সাবজেক্টটি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। উপজেলার কলেজ গুলো হলে ভালো হয় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
jinkuuu

Call

১ম আপনাকে জানতে হবে রিলিজ স্লিপ টা কি, 

এটা হলো , ভর্তির পরে যখন ২/১টা সিট খালি থাকে জাতীয়-বিশ্ববিদ্যালয়ে > তখন এই স্লিপ এর ম্যাধমে ভর্তি নেওয়া হয়ে থাকে, 

এই খানে সাবজেক্ট ব্যাপার না, 

আপনি যদি সুযোগ পান, তাহলে বিষয় পাবেন, কিন্তু সুযোগ কিন্তু অনেক কম + আশা ও ...... 

কারন এক সিট এর জন্য ২০জন Apply করবে ..... 

কপাল ভালো থাকলে চান্স পেয়ে যাবেন, 

আর যদি না পান তাহলে > National এর Under এর প্রাইভেট গুলা তে ভর্তি হবেন, ওই খানে সিট ও থাকে + সাবজেক্ট ও  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ