আমি বাসায় কি কি ধরনের ব্যায়াম করতে পারি? কোন ধরনের ইকুইপমেন্ট ছাড়া।  ব্যায়াম করার জন্য কোন যন্ত্র-পাতী কিনার উপায় নেই - স্টুডেন্ট, গ্রাম, মিডল ক্লাস।


যদি ইকুইপমেন্ট ছাড়া ব্যায়াম করতে পারি, তাহলে সেগুলো কি কি? নাম কি? কি কি উপকার হবে? যদি দয়া করে জানাতেন? 


ধন্যবাদ। 


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ব্যায়াম স্বাস্থ্যের জন্য ভালো । আপনি ঘড়ের মধ্যে বসে কিছু ব্যায়াম করতে পারেন । যেমনঃ হাটুগেরে বসে ব্যায়াম,ফ্রিহ্যান্ড এক্সারসাইস,বুক ডাউন ইত্যাদি ব্যায়াম করে পারেন । আবার ঘড়ের বাইড়ে যেমন জগিং,পুস আপ,পুস ডাউন,পায়ের ব্যায়াম,কোমরের ব্যায়াম করতে পারেন । এতে আপনাকে কোন ব্যায়ামের দ্রবসামগ্রী ক্রয় করতে হবে না ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
আপনি প্রশ্নে জানতে চেয়েছেন খালি হাতে ব্যায়াম অর্থাৎ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এর কিছু নিয়ম।এখানে থেকে ৫ টি নিয়ম পড়ে নিন। ব্যায়ামগুলো শরীর সুস্থ রাখতে সাহায্য করবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ