Share with your friends
Unknown

Call

stdio এর মানে হলো Standard input and output. 

stdio.h হলো 'সি' লাইব্রেরির একটি হেডার ফাইল। এই ফাইলটিতে ইনপুট এবং আউটপুট ফাংশনগুলোর জন্য প্রয়োজনীয় কোড লিখিত থাকে।

#include <stdio.h> কমান্ডটি দ্বারা পোগ্রামের শুরুতেই বলে দেয়া হয় যে "এখানে প্রিন্টিং (printf) এবং রিডিং (scanf) ফাংশনগুলোর জন্য প্রয়োজনীয় কোড যুক্ত কর"


কোনো পোগ্রাম লেখার সময় উল্লিখিত ফাংশন সমূহের কোডগুলো আলাদাভাবে বারবার যাতে উল্লেখ করতে নাহয় সেজন্যই এ ব্যবস্থা।

Talk Doctor Online in Bissoy App