Atiquzzaman

Call
কৃষিশিক্ষা একটি অফসোনাল বিষয়। তাই এখান থেকে ৩ পয়েন্ট যোগ করতে হলে আপনাকে এ বিষয়ে A+ পেতে হবে। অর্থাৎ ৮০ থেকে ১০০ এর মধ্যে মার্ক পেতে হবে। ২ পয়েন্ট যোগ করাতে হল A পেতে হবে এবং ১.৫ পয়েন্ট যোগ করতে হলে A- পেতে হবে। এবং ১ পয়েন্টের জন্য B পেতে হবে।
Talk Doctor Online in Bissoy App
ArfanAli

Call

মনে করুন আপনার মোট বিষয় ১০ টি (এচ্ছিক বিষয়সহ) ১০ টি বিষয়ের মধ্যে যদি ৬ টিতে যদি A+ (৫.০০) পান তাহলে মোট পয়েন্ট = ৬*৫ = ৩০ অন্য যে কোনো ৩ টি বিষয়ে যদি A(৪.০০) পান তাহলে মোট পয়েন্ট = ৩*৪=১২ পয়েন্ট। এবং ঐচ্ছিক বিষয়ে যদি A+(৫.০০) পান তাহলে ২ পয়েন্ট বাদ দিয়ে সবপয়েন্টগুলো যোগ করা হবে। ৫-২=৩ পয়েন্ট। মোট পয়েন্ট= ৩০+১২+৩=৪৫ পয়েন্ট। এখন ঐচ্ছিক বিষয় বাদ দিয়ে বাকি থাকে ৯ টি বিষয়। প্রাপ্ত মোট পয়েন্টকে ৯ দ্বার ভাগ করে GPA বের করা হয়। সুতরাং GPA = ৪৫/৯=৫.০০ (A+)

Talk Doctor Online in Bissoy App