নামাজের মধ্যে ওয়াজিব তরক করলে ও প্রতি রোকন ঠিক মত আদায় না করলে সাহু সিজদা ওয়াজিব হয়ে যায়।

আপনি চার রাকাত নামাযে শেষ বৈঠকে তাশাহুদ,দুরুদ শরীফ ও দোয়ায়ে মাসূরা পাঠ করার পর সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে গেছেন তাই রোকন ঠিক মত না আদায়ের জন্য বা ভূল হওয়ার জন্য আপনার উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছে।

>>>>>>

শরীয় দলিলঃ-

১। ফতওয়ায়ে আলমগীরি।

২। হেদায়া।

৩। ফতওয়ায়ে শামী।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ