image


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ভাইজান, নামাযে মুখে নিয়ত বলা মুস্তাহাব বা উত্তম কাজ। তবে না করলেও হয়ে যায়। তবে মুখে বললেও অন্তরের নিয়ত ফরজ। অন্তরে নিয়ত নাই আর আপনি মুখে বলেছেন তবে আপনার নামায হবে না। আরেকটি বিষয়, যখন আপনি নিয়ত আরবীতে বলবেন তা অবশ্যই সহীহ মাখরাজের সাথে উচ্চারণ করতে হবে, নচেত অর্থ বিকৃতিতে পড়ে যাবেন।  তাই এভাবে বাংলা উচ্চারণে নিয়ত মুখস্ত না করে, আমরা বাংলায় যদি বলি, যে আমি কিবলামুখি হয়ে তাহিয়্যাতুল ওযু বা দুখুলুল মসজিদ বা সালাতুল ওয়াক্ত এর দুই রাকাত নফল নামায আদায় করছি, তারপর আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন কতই না উত্তম হয়। আর আরবী নিয়ত মুখস্ত করতে যে সময় নিবেন সেটি আপনার সুরা গুলো কে একটু শুদ্ধ করার জন্য ব্যয় করতে পারেন। নিয়ত বিষয়ক আরো জানতে এখানে পড়ুন, নামায বিষয়ে বিস্তারিত জানতে এখানে পড়ুন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ