Call

সন্দেহ যদি এমন হয় যে, যা সত্য হওয়ার বেশি আশংকা থাকে, তাহলে পূণরায় নামায পড়বেন। আর যদি সন্দেহ এমন হয় যে, যা সত্য হওয়ার কম আশংকা থাকে, তাহলে পূণরায় নামায পড়তে হবে না। আগের নামাযই হয়ে যাবে। এই নিয়ম প্রতিনিয়ত নামাযে সন্দেহ হলে। তবে, হঠাৎ কোনোসময় সন্দেহ আসলে, নামায পূণরায় আদায় করা উত্তম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যদি নিশ্চিত ধারণা হয় যে, পিছনের রাস্তা দিয়ে বায়ু বের হয়েছে তাহলে অযু ভেঙ্গে যাবে। শুধুমাত্র ধারণা বশতঃ হলে অযু ভাঙ্গবে না।

{ফাতওয়ায়ে দারুল উলুম দেওবন্দ-১/১৪৭}

যেহুত আপনি নিশ্চিত নয় যে বায়ু বের হয়েছে কিনা তাই নামাজ আদায় হয়ে গেছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ