Call

আযান দেয়া সুন্নাতে মুয়াক্বাদাহ যা ওয়াজিব পর্যায়ের। রেফারেন্স- আযান  দেয়ার ফযিলত ও হুকুম

পার্শ্ববর্তী মসজিদের আযানের সাথে আরেক মসজিদের আযানের কোন সম্পর্ক নেই। ওয়াক্ত হলেই আযান দিতে পারবে। আযানের সম্পর্ক ওয়াক্তের সাথে। হ্যা, অনেক সময় মাগরিবের আযান দিতে মুয়াজ্জিন গণ সতর্কতা অবলম্বন  এই জন্য করেন যে, আরো অপেক্ষা করি যেন অন্য মসজিদেও আযান হয়ে যায়। যেন ভুলে আগে আযান দিয়ে গুনাহগার না হন। তবে সামান্য দেরিতে দিলে সমস্যা নাই। আগে দিয়ে দিলে সমস্যা। বিশেষ করে রমযানে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ