Unknown

Call

নিঃশ্বাসের সাথে বালি যাতে না ঢোকে সেজন্য আমাদের শ্বাসতন্ত্রের একটি বিশেষ ডিফেন্সিভ ম্যাকানিজম রয়েছে।

প্রথমে নাকের পশমে বড় সাইজের বালিকনা থাকলে সেগুলো আটকে যায় এবং বায়ুর প্রাথমিক ফিল্টারিং সম্পন্ন হয়, ক্ষুদ্র বালিকনাগুলো শ্বাসনালীতে পৌছলে নালি গাত্রে ছোট পশমের মতো সিলিয়ায় সেগুলো আটকে যায় এবং মিউকাস সহ শ্লেষ্মা হিসেবে বাইরে বেরিয়ে আসে বা খাদ্যনালী হয়ে পাকস্থলীতে পৌঁছায়।

এসব বালিকনা এবং খাদ্যের সাথে গৃহীত বালিকনা রেচন পক্রিয়া শেষে দেহের বাইরে নিষ্কাশিত হয়।


তবে খুব বেশি বালিকনা বা বিষাক্ত বালি যেকোনোভাবে দেহে প্রবেশ করলে সেগুলো দেহের ডিফেন্সিভ সিস্টেম পরাজিত করে, এর ফলে শ্বাসকষ্ট, আলসার এবং ক্যান্সারের মতো মারাত্মক রোগের সম্ভাবনা দেখা দেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ