আপনি যদি একটি ফুলকে শুধুমাত্র পছন্দ করেন, তবে ফুলটি আপনার নিজের ক'রে পেতে মনের ভিতর তীব্র ইচ্ছা জাগ্রত হবে---আপনি গাছ থেকে ফুলটি ছিঁড়ে নিবেন। আর যদি ফুলটির প্রতি আপনার সত্যিকারের ভালবাসাই থাকে, তবে গাছ থেকে কখনই আপনি ফুলটিকে ছিঁড়বেন না; বরং গাছটির সঠিক পরিচর্যা করবেন যাতে ফুলটি তার স্বাভাবিক বিকাশে কোনোরূপ বাধাপ্রাপ্ত না হয়। জোর ক'রে বা প্রেম ব্যতীত অন্যকোনো উপায় অবলম্বন ক'রে কারো দেহ পাওয়া যায়; মন নয়।

এবার আসি প্রেম বলতে আমি কী বোঝাতে চেয়েছি---সে কথায়। আমার মতে, প্রেম মানে বন্ধন নয়; মুক্তি। সুতরাং কোনো পাখিকে সোনার খাঁচায় জোর ক'রে আটকে রেখে তার প্রতি ভালবাসা প্রদর্শন না ক'রে বরং তাকে মুক্ত ক'রে দিন, তার স্বাধীনতা নিয়ে তাকে বাঁচতে দিন---তাহলেই তার প্রতি সত্যিকারের প্রেম বা ভালবাসা দেখানো হবে। আর তখন এই সমগ্র পৃথিবীই আপনার আপন হয়ে যাবে, সমস্ত পৃথিবীকেই আপনি ভালবাসতে শিখবেন, একইসাথে আপনার ভালবাসার মানুষটি সহ সমগ্র পৃথিবীই আপনার প্রেমে পড়তে শুরু করবে আর তখনই আপনি প্রকৃত প্রেমিক হতে পারবেন।

আপনার বন্ধুর জায়গায় আপনাকে বসিয়ে কথাগুলো বললাম। কিছু মনে করবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ