Unknown

Call

সাধারণ গল্পতো যে কেউই লিখতে পারে, কিন্তু সেসব সাধারণ গল্পকে ইন্টারেস্টিং বানানোই প্রফেশনাল লেখকের বৈশিষ্ট্য, that's the whole point.

আপনার নিজ বুদ্ধি খরচ করেই গল্পকে ইন্টারেস্টিং বানাতে হবে।


এজন্য আপনার প্রথম কাজ হলো নির্দিষ্ট ক্যাটাগরি টার্গেট করা, অর্থাৎ আপনি ঠিক কোন ধরণের গল্প লিখতে চান- ছোটগল্প, উপন্যাস, রহস্যগল্প, থ্রিলার নাকি অন্যকিছু। ক্যাটাগরি নির্দিষ্ট করার পর উক্ত ক্যাটাগরিতে ইতোপূর্বে লিখিত সবগুলো বিখ্যাত গল্প সংগ্রহ করে রিসার্চ করুন, ঐসব গল্পের কোন বৈশিষ্ট্যগুলো পাঠক হিসেবে আপনার হৃদয় ছুঁয়ে যাচ্ছে সেগুলো চিহ্নিত করুন।

তারপর আপনার নিজ গল্পে অনুরূপ কিছু বৈশিষ্ট্যের সঞ্চার করুণ। যতটা সম্ভব সৃজনশীল মনোভাব রাখতে হবে, অন্য কারো গল্প অনুসরণ বা অনুকরণ করা যাবেনা, তাহলেই আশা করি আপনি ভালো কিছু লিখতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ