5-31=6.2 এই ধরনে ভাগ অংক করে কিভাবে . চিহ্ন দিয়ে
শেয়ার করুন বন্ধুর সাথে


       ৬.২  

৫) ৩১

    ৩০

      ১০

      ১০

      ০

এখানে ৫ ভাজক, ৩১ ভাজ্য এবং ৬.২ ভাগফল। এটা আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ। প্রথমে ৩১ কে ৫ দ্বারা ভাগ করে ৬ হয় এবং ভাগফলে বসানো হয়। অবশেষ ১ সংখ্যাটি ৫ এর ছোট। তাই ৬ এর সাথে দশমিক বসিয়ে ১ এর পাশে শূণ্য বসানো হয়। ফলে সংখ্যাটি ১০ হয়। এরপর ১০ কে ৫ দ্বারা ভাগ করলে ২ হয় যা দশমিক বিন্দুর পর বসানো হয়। এভাবে ভাগফল হয় ৬.২।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ