আমার এ পর্যন্ত ৩১ টি প্রশ্নের অনুমোদন হয়েছে ! বাকী গুলোর অনুমোদন কেন হয়নি ? প্রশ্নগুলো তো আমার কাছে অনেক গুরুত্বপূন ও ১ টা প্রশ্নের উঃ জানতেই হবে এমনও ছিল ! তবে কেন অনুমোদন হয়নি ? বি দ্রঃ লিংক চাইবেন না । আমি লিংক সেভ করিনিই।
শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

পেন্ডিং লিস্টে আপনার কোনো প্রশ্ন নেই। রিজেক্টেড লিস্টে একটি প্রশ্ন আছে, সেটি পুনঃপ্রদর্শিত করলাম।


প্রশ্ন করার সময় সঠিক শিরোনাম ও বিভাগ ব্যবহার না করলে সেগুলো অনুমোদন দেয়া হয়না। এ ব্যাপারে যত্নশীল হোন, তাহলেই দ্রুত অনুমোদন পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ