দুজন বাবা তাঁদের দুই ছেলেকে কিছু টাকা উপহার দিলেন।এক জন তাঁর ছেলেকে দিলেন ১৫০ টাকা আর অন্যজন নিজের ছেলেকে দিলেন ১০০ টাকা।দুই ছেলে যখন তাদের পাওয়া টাকা গুনল,তখন দেখা গেল তারা দুজনে মিলে মোট মাত্র ১৫০ টাকা পেয়েছে।এর কারণটা কি ?
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

কারণ : বয়সে সব থেকে ছোট ছেলের যিনি

 বাবা হন,  তিনিই হলো অপর জনের

ছেলে অর্থাৎ বাবা, ছেলে (বাবার সন্তান), এবং তার সন্তানের

দাদা অর্থাৎ বাবার বাবা। 

(Father & his son & son's grandfather) 

উদাহরণ স্বরূপ বা বোঝার জন্য: মনে করুন-

রহিমের ছেলের নাম করিম, করিমের ছেলের নাম

বাবু। 

দুজন বাবা হলো: রহিম এবং করিম।

দুই সন্তান হলো করিম এবং বাবু।

রহিম তার ছেলে করিমকে ১৫০ টাকা দিলেন,

করিম এই ১৫০ টাকা হতে তার ছেলে বাবুকে

দিলেন  ১০০ টাকা। 

এখন দুজনের কাছে টাকার পরিমাণ হলো: 

প্রথম সন্তান ১৫০-১০০=৫০ টাকা

দ্বিতীয় সন্তান পেয়েছে = ১০০ টাকা,

.                      মোট = ১৫০ টাকা

এভাবেই একজন তাঁর ছেলেকে  ১৫০ টাকা

এবং অন্যজন নিজের ছেলেকে ১০০ টাকা

দিয়ে মোট মাত্র ১৫০ টাকা হয়েছে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ