বিষয় টা হলো : আমি এখন ইন্টার ১ম বর্ষ ক্লাসে মানবিক শাখায় লেখাপড়া করছি। আমি নিম্নমধ্যবিত্ত ঘরের একটি ছেলে। আমার ইচ্ছা হলো লেখাপড়া করে একজন শিক্ষক হওয়া।কিন্তু আমার পরিবারের পক্ষে আমার লেখা পড়ার খরচ চালানো খুবই কস্টকর বরং আমাকেই আমার পরিবারের খরচ চালাতে হবে।এখন এমতাবস্থায় আমার কি করা উচিৎ?? আমার একটা পরিকল্পনা আছে সেটি হলো ৫০-৬০ হাজার টাকার লোন তুলে একটি দোকান দেওয়ার (যেমন : মুদি দোকান, বাজারে ছোট কাপড়ের দোকান বা ছোট জুতার দোকান,, টেলিকম ইত্যাদি) প্লীজ সবাই মিলে আমাকে কিছু পরামর্শ দিন? এ অবস্তায় আমার কি করা উচিৎ? দোকান দেওয়া (আর দোকান দিলে কিসের দোকান দিলে ভালো হবে) না অন্য কোনো কিছু করা???? সবাই মিলে কিছু পরামর্শ দিলে খুব উপকৃত হবো।
শেয়ার করুন বন্ধুর সাথে
আপনে কাপড়ের দোকান দিতে পারেন..?
কেননা কাপড়ে অল্প টাকায় ভালো ব্যবসা হবে,
টি শার্ট, পেন্ট ইত্যাদি। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ