আমার স্ত্রীর প্রতি মাসে গড়ে ২-৩ তারিখ মিন্স হয়।  (আমি ৩ তারিখ সহবাস করেছি কোনরকম প্রটেকশন ছাড়া) ।   কিন্ত এই মাসে ১৩ তারিখ মিন্স হয়েছে।

এখন ১০দিন পরে মাসিক হওয়াতে সে কি প্র্যাগনেন্ট হবে? আমি কিভাবে বুঝব? আমার করনীয় কি? জানতে চায়???


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মাসিক যখন হয়েছেন তখন উনি প্রেগন্যান্ট নয়

প্রেগন্যান্ট হলে মাসিক হয় না।

অনেক সময় সময় ছাড়া দেরি তেও মাসিক হয়

এতে সমস্যার কিছু নাই।

আশা করি বুঝতে পেরেছেন 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ