শেয়ার করুন বন্ধুর সাথে
Call
ধাতুর বৈশিষ্ট্যসমূহ হলো- 

  • ঘাতসহনীয়তা (ধাতুকে পিটিয়ে যে কোন আকার দেয়া যায়
  • নমনীয়তা (ধাতুকে পিটিয়ে সরু তারে পরিণত করা যায়) 
  • উজ্জ্বলতা (ধাতুর বিশেষ দ্যুতি আছে। এরা আলোক বিচ্ছুরণ করে) 
  • পরিবাহিতা (ধাতুসমূহ তাপ ও বিদ্যুৎ সু- পরিবাহী) 
  • ধাতব শব্দ (আঘাতে ধাতু টুন টুন শব্দ করে) 
  • গলনাংক ও স্ফুটনাংক (ধাতু উচ্চ গলনাংক ও স্ফুটনাংক বিশিষ্ট) 
  • ঘনত্ব (ধাতুসমূহের ঘনত্ব আধাতুর তুলনায় বেশি)। 


এসব গুন বিশিষ্ট পদার্থকে ধাতব পদার্থ বলে
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ