বয়স 21, ডাক্তারের কাছে যাইনি। ব্রণ কমতেছেনা।

2 বছর যাবৎ ব্রণ। ঘরোয়া চেষ্টা করেছি, ভেটনোবেট

ব্যবহার করেছি, এই রকম আরো অনেক কিছু।



শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call
ব্রণ হলে ধৈর্য ধরুন। অধৈর্য হয়ে বিভিন্ন টোটকা চিকিত্সা নিবেন না। সকালে ও রাতে ইসবগুলের ভুসি খাবেন, দৈনিক 9/10 গ্লাস পানি খাবেন।  নখ দিয়ে ব্রণ খুঁটবেন না। রাত জাগবেন না, পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন।



Acne-Aid Bar দিয়ে মুখ ধুবেন দিন তিনবার। (ব্রণ সেরে না উঠা পর্যন্ত)
Acne-bar [ব্যবহার করা অবস্থায় ফেসওয়াস ব্যবহার করবেন না]

Clindacin plus জেল টি আক্রান্ত মুখে ব্যবহার করতে পারেন শুধু রাতে। (ব্রণ সেরে না উঠা পর্যন্ত)

Doxicap 50mg ক্যাপসুল রাতে 1 টা করে
খেতে হবে 4/12 সপ্তাহ পর্যন্ত (একজন ডাক্তার ই অবস্থা দেখে নির্ধারণ করতে পারে কত সপ্তাহ খাবেন)

সাথে ক্যাপসুল ছাফী খেতে পারেন 2 মাস। সকালে 1 টা রাতে 1 টা করে।


বিঃদ্রঃ ডাক্তারের ব্যতীত ঔষধ সেবন/ ব্যবহার করা নিষেধ। (রোগীর বয়স ও রোগের অবস্থা অনুযায়ী ঔষধ সেবন ও ব্যবহারের মাত্রা তারতম্য হয়)


ব্রণ সমস্যার জন্য সব চেয়ে ভালো হয় একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ