শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সূর্যের আলো একরঙা নয়, রামধনুর সবকটি রঙের আলো এতে ভিন্ন ভিন্ন পরিমাণে মিশে থাকে। সূর্যের আলো আমাদের কাছে আসে পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে।এ বায়ুমণ্ডল আলো আসার পথে বেশ বাধার সৃষ্টি করে। আবার সে বাধা সব রঙের ক্ষেত্রে এক রকম নয়। বাধাটা লাল রঙের বেলায় সবচেয়ে কম। সূর্য থেকে আসা ভিন্ন ভিন্ন রঙের আলো ভিন্ন অনুপাতে মিশে নানা বাধা কাটিয়ে যে রূপ পায় তা অনেকটা হলুদ রঙের। স্বাভাবিকভাবেই বায়ুমণ্ডলের গভীরতা সব সময় সমান থাকে না তাই ঊষা বা গোধুলি লগ্নে সূর্যকে অন্য রঙের দেখাটা স্বাভাবিক। লাল রঙের বেলায় বাধা সবচেয়ে কম বলে সূর্যকে লাল দেখায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ