Call

(১)মূলাতে কেরোটিন নামক উপাদান নেই কিন্তু গাজরে কেরোটিন আছে এই জন্য গাজর লাল। 

(২)পাতার কোষে প্লাস্টিড নামক একটি অঙ্গ থাকে। সেখানে ক্লোরোফিল নামের এক উপাদান থাকে যা তিন প্রকারের হয়। সেগুলো হলো- ক্লোরোপ্লাস্ট,ক্রোমোপ্লাস্ট,লিউকোপ্লাস্ট।যে সব গাছের পাতায় ক্লোরোপ্লাস্ট থাকে সেগুলো পাতা সবুজ হয়। যে সব পাতায় ক্রোমোপ্লাস্ট থাকে সেগুলো লাল,কমলা,হলুদ সহ রঙিন রঙের হয়। লালশাকে ক্রোমোপ্লাস্ট থাকায় তা লাল রঙের। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ