Share with your friends
Arman

Call

কারন Be(OH)2ক্ষারক কিন্তু ক্ষার নয় তাই পানিতে অদ্রবনীয় আর Ca(OH)2 ক্ষারক ও ক্ষার তাই পানিতে দ্রবনীয়

Talk Doctor Online in Bissoy App
biggan

Call

কারন CA(OH)2  পানিতে OHআয়ন প্রদান করে, কিন্তু Be(OH)2  পানিতে OHআয়ন প্রদান করে না। 

Talk Doctor Online in Bissoy App

পুরাতন প্রশ্ন হওয়া সত্ত্বেও এখানে থাকা পূর্বোক্ত উত্তরটি অত্যন্ত নিম্নমানের হওয়ায়, বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন হওয়ায়, ভবিষ্যতের সকল উত্তরপ্রার্থীর জানার জন্যঃ- প্রশ্নটির উত্তর করা হলো। আমরা জানি, কোন যৌগের অভ্যন্তরীণ আকর্ষণ শক্তির(ল্যাটিস শক্তি) চেয়ে যদি পানির বিপরীত আধানের আকর্ষণ শক্তি(হাইড্রেশন শক্তি) বেশি হয়, তবেই বস্তুটি পানিতে দ্রবণীয় হয়। আর পর্যায় সারণির একই গ্রুপের মৌলসমূহ যত নিচের দিকে যায়, ততই এদের আভ্যন্তরীণ শক্তি কমতে থাকে।  এখানে Be(OH)2 তে ইলেকট্রন কম থাকায় ও কক্ষপথ কম থাকায় এর পরমাণুসমূহ একে অপরের সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকে। ফলে তা অদ্রবণীয় হয়।  অন্যদিকে Ca(OH)2 পর্যায় সারণীতে Be এর নিচে থাকায় ও কক্ষপথ বেশি থাকায় সহজেই এর বন্ধন ভেঙে গিয়ে পানিতে দ্রবীভূত হয়ে পড়ে।

Talk Doctor Online in Bissoy App