Share with your friends

King Root এ্যাপ দিয়ে রুট করতে পারেন। রুট করলে কিছু প্রবলেম হতে পারে, Warranty হারানোর ভয়ঃ Nonrooted ইউজাররা সবসময় একটা কথাই বলে, রুট করলে আর ওয়ারেন্টি থাকে না। কথা সত্য। কিন্তু তারা এটা জানেনা যে রুট করে আবার আগের মত আনরুট করে ফেলা যায় এবং বাংলাদেশের কাস্টম কেয়ার এগুলা ধরতে পারে না! OTA Update না পাওয়াঃ OTA Update সাধারণত সিম্ফোনি দেয় না, ওয়াল্টন মাঝে মাঝে দেয়। রুট করার পর আর OTA Update পাওয়া যায় না। তবে কাস্টম রম ইন্সটল করলে এখন ওগুলোতেই OTA Update দিয়ে দেয় ফোন ব্রিক করাঃ Brick করার দোষ মোটেও রুটের ঘাড়ে চাপানো উচিত না, কারণ রুট করার আগে আপনার জিনিস গুলো নিয়ে ঘাটা উচিত। এখন না জেনে না শুনে যদি কোন এক্সপেরিমেন্ট করতে যান তাইলে ফোন ব্রিক করতে পারে।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনার ফোন রুট করা পদ্ধতি দেখুন এখানে।

রুট করলে ডিভাইস রুট করার মাধ্যমে আপনার ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে। তাই রুট করার আগে সাবধান। অবশ্য অনেক সেট আবার আনরুট করা যায়। আর সেট আনরুট করা হলে তা সার্ভিস সেন্টারে থাকা টেকনিশিয়ানরা অনেক সময়ই ধরতে পারেন না যে সেটটি রুট করা হয়েছিল। তবে কাস্টম রম থাকলে ধরা খাওয়া এড়ানোর উপায় নেই।ফোন ব্রিক করাঃ  ব্রিক অর্থ ইট। আর ফোন ব্রিক মানে আপনার ডিভাইসকে ইটে রূপান্তরিত করা। অর্থাৎ, এর কাজ করার ক্ষমতা হারানো। রুট করা ও এর পরবর্তী বিভিন্ন কাজের সময় একটু এদিক-সেদিক হলেই ফোনে স্থায়ী বা অস্থায়ী সমস্যা হতে পারে। আপনার ফোনের প্রস্তুতকারক কোম্পানি ফোনটি আনরুট অবস্থায় দেন যেন এর ক্ষতি না হয়। রুট করার মাধ্যমে আপনি সেই নিশ্চয়তা ভেঙ্গে ফেলছেন।

Talk Doctor Online in Bissoy App